চাঁদপুরে ১২জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ৪.৯৭%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১২জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৪১টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪.৯৭%। ক’দিন পর এদিন আবার শনাক্তের হার কিছুটা বেড়েছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, ফরিদগঞ্জের ৩জন, মতলব উত্তরের ২জন, কচুয়ার ৪জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে ১৬জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, হাজীগঞ্জের ৫জন, শাহরাস্তির ৩জন, মতলব উত্তরের ১জন, হাইমচরের ২জন ও ফরিদগঞ্জের ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭৯৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৪৭৭জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৫জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৭জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)