চাঁদপুরে ১৯জনের করোনা শনাক্ত : ১জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২১৭টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৮.৭৫%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। এ দিন করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। তার নাম খোরশেদ আলম (৫০), বাড়ি সদর উপজলোর মহামায়া এলাকার লোধেরগাঁও এলাকায়।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭জন, ফরিদগঞ্জের ৬জন, কচুয়ার ১জন, শাহরাস্তির ৪জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে ৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, মতলব দক্ষিণের ১জন, মতলব উত্তরের ১জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯০০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৫জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৬৩৬জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)