নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ১৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৬জন, মতলব উত্তরের ১জন, হাজীগঞ্জের ১জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২২৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩জন। সুস্থ হয়েছেন ২৮৪১জন। বর্তমানে চিকিৎসাধীন ২৯৫জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৭জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার দিনভর সারা জেলায় ১১৬জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৯জন করোনায় আক্রান্ত, বাকী ৯৭জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩২২৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৪৫৯জন, ফরিদগঞ্জে ৩৪৭জন, মতলব দক্ষিণে ৩২৫জন, হাজীগঞ্জে ২৮৩জন, শাহরাস্তিতে ২৭৯জন, মতলব উত্তরে ২৪০জন, হাইমচরে ১৮৩জন ও কচুয়ায় ১১৩জন।
করোনায় জেলায় মোট ৯৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৫জন ও হাইমচরে ১জন।