নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে একদিনে আরো ১৯৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫৯৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩৩.২২%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। একই দিনে করোনায় মারা গেছেন ৩জন।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৩জন, হাজীগঞ্জের ২৩জন, ফরিদগঞ্জের ৮জন, মতলব উত্তরের ৩২জন, মতলব দক্ষিণের ২০জন, হাইমচরের ২১, কচুয়ার ১২জন ও শাহরাস্তির ২০জন রয়েছেন।
একই দিনে ১০৫জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৫জন, ফরিদগঞ্জের ২৩জন, হাজীগঞ্জের ১৩জন, মতলব দক্ষিণের ১০জন, মতলব উত্তরের ১জন, শাহরাস্তির ২জন ও হাইমচরের ১জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২০৩৭জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৬৬৪জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১৮০জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।