ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৮টি নমুনার বিপরীতে ২৭জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শতকরা ৫৬ ভাগ। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬ শ’ ৭৫জন।
জানা যায়, শনিবার (১৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে মারা যায় টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের বড় মুন্সী বাড়ির রবিউল হোসেনের পুত্র লিটন মুন্সী (৩০)। এর আগে শুক্রবার রাতে হাসপাতালের জরুরী বিভাগে মৃত্যু হয় পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃতঃ ছায়েদ আলীর পুত্র মোঃ আঃ কাদেরের (৪৭)। হাসপাতাল সূত্রে জানা যায় মৃত ২জনের করোনা পজেটিভ ছিল।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন টেস্ট (আরএটি) ল্যাবের টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম জানান, ১৭ জুলাই করোনার র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৮টি নমুনার বিপরীতে ২৭জনের করোনা পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত আরটি পিসিআর পরীক্ষার জন্য ২ হাজার ২ শ’ ৯০জন ও র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য ৩ শ’ ৫৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে আক্রান্ত হয়েছেন ৬ শ’ ৭৫জন। সুস্থ্য হয়েছেন ৪ শ’ ৩৪জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ শ’ ৪০জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা ভর্তি রয়েছেন ১০জন। আক্রান্তদের মধ্যে ১৪জন মারা গেছেন।