শরীফুল ইসলাম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বুধবার পর্যন্ত চাঁদপুরের ৫টি আসন থেকে ৪১জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া কেন্দ্র করে চাঁদপুরে জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সরগরম অবস্থা। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের তথ্য মতে, ৫টি আসনে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪১জন। এর মধ্যে চাঁদপুর-১ আসনে ১২জন, চাঁদপুর-২ আসনে ৬জন, চাঁদপুর-৩ আসনে ৫জন, চাঁদপুর-৪ আসনে ১১জন ও চাঁদপুর-৫ আসনে ৭জন। আসনগুলোতে এবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ফরিদগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা সর্বাধিক।
এদিকে ৪১জনের মধ্যে ৩জন মনোনয়ন ফরম জমা দেন। তারা হলে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
সূত্র মতে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন- ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি (স্বতন্ত্র), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ), জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম হোসেন (স্বতন্ত্র), ডা. একেএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), ইসলামি ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান মাওলানা মোঃ আঃ রশিদ মজুমদার (ইসলামি ঐক্য জোট), মাসুউদুল আহসান (জাকের পার্টি), মোঃ সাইফুল ইসলাম সোহেল (জাসদ), সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. আলমগীর শাহ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট), শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), রাহাত চৌধুরী (স্বতন্ত্র), সোহেল আহমেদ (স্বতন্ত্র)।
চাঁদপুর-২ (মতলব) আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (আওয়ামী লীগ), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), মো. মনির হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), ওবায়েদ মোল্লা (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা এম ইসফাক আহসান (স্বতন্ত্র), জেলা জাসদ সভাপতি হাসান আলী (জাসদ)।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি (আওয়ামী লীগ), মো. কাওছার মোল্লা (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা মো. রেদওয়ান খান (স্বতন্ত্র), সাবেক এমপি শামসুল হক ভূঁইয়ার মেয়ে সামসুন বিনতে হক (স্বতন্ত্র), মো. মহসীন খান (জাতীয় পার্টি)।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি (আওয়ামী লীগ), সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), বিএনএফ মহাসচিব ড. মো. শাহজাহান (বিএনএফ), জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ রশিদ (জাতীয় পার্টি), সাবেক এমপি শামসুল হক ভূঁইয়ার মেয়ে সামসুন বিনতে হক (স্বতন্ত্র), আবদুল গনি (স্বতন্ত্র) ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (তরিকত ফেডারেশন), আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র)। অপর একজনের নাম জানা যায়নি।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামী লীগ), জেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া (স্বতন্ত্র), সদ্যপদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন (স্বতন্ত্র), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (ইসলামিক ফ্রন্ট), মো. মকবুল আহমেদ (জাকের পার্টি), আওয়ামী লীগ নেতা সফিকুল আলম ফিরোজ (স্বতন্ত্র), আক্তার হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)।