নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ১১ টার সময় থানার উপ-পরিদর্শক সোহেল রানা ও সংঙ্গীয় ফোর্স পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজিরকাপ গ্রামে অভিযান চালায়।
এ সময় জুয়া খেলারত অবস্থায় ওই গ্রামের মৃত মফিজুর রহমানের পুত্র মিলন (৩৩), মৃত আবুল হাশেমের পুত্র রিপন (২৮), মৃত আঃ জব্বারের পুত্র ইমান হোসেন (৩৮), মৃত হারিছুর রহমানের পুত্র মোঃ সোহাগ হোসেন (২৮), আমির হোসেনের পুত্র সুজন হোসেন (২৭), মৃত ইউনুছের পুত্র আঃ রব (৫২) ও সাহাপুর গ্রামের মৃত রুস্তম মিয়ার পুত্র বেলায়েত হোসেনকে (২৭) প্লেইং কার্ড (তাস) ও নগদ টাকাসহ গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের জুয়া আইনের ৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।