কবির হোসেন মিজি :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্যা (৭০) চাঁদপুর শহরস্থ নিজ বাসায় খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পেটে চুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে আনা হয়।
হাসপাতালে আনার পর কর্তব্যরত ডা. সাগর মজুমদার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই রফিক উল্যার মৃত্যু হয়েছে। তার পেটে ধারালো ছুরি দিয়ে কোপানো হয়েছে। এমনটি ছুরিটি পেটে বিদ্ধ অবস্থায় দেখা গেছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদসহ পুলিশের একাধিক টিম।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ হাসপাতালে ভিড় করেন।
রফিক উল্যা (কোম্পানী) চাঁদপুর শহরের নতুনবাজার সংলগ্ন শহীদ জাবেদ সড়কে (লন্ডনঘাট) সখিনা নিবাস নামের পৈত্রিক বাসায় বসবাস করতেন।
বিস্তারিত আসছে….