নিজস্ব প্রতিবেদক :
সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে মনোনয়নপত্র বাছাইশেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান বিকেলে চেয়ারম্যান পদে ইউসুফ গাজীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিস্তারিত আসছে…….