শাওন পাটওয়ারী :
নারায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যুবদল নেতা শাওন নিহত হয়। এ ঘটনায় চাঁদপুর নিহত শাওনের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুমা চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গায়েবানা জানাজায় শত শত নেতাকর্মীর ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন।
জানাযার নামাজ পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, শাওনের রক্তকে আমরা বৃথা যেতে দিবো না। আর যারা রক্ত নিয়ে হলিখেলা খেলছে আল্লাহ যেন তাদের বিচার করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আলম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারওয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।