শাওন পাটওয়ারী :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে চাঁদপুর জেলা বিএনপি। আগামী ২৬ মে শুক্রবার হাসান আলী হাই স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ওইদিন বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিএনপির সমাবেশটি হাসান আলী হাই স্কুল মাঠে করার ব্যাপারে জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
তিনি দৈনিক চাঁদপুর প্রবাহকে জানান, জনগণের অধিকার আদায়ে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ২৬ মে শুক্রবার হাসান আলী মাঠে জনসমাবেশ করতে প্রশাসনের কাছে নিয়মতান্ত্রিক অনুমতি চেয়েছি। আমরা হাসান আলী মাঠেই জনসভা করবো। আমাদের কাছে দ্বিতীয় কোন অপসন নেই। এই সমাবেশ অবৈধ সরকারকে লাল কার্ড প্রদর্শন করতে জনসমুদ্রে পরিণত হবে।
বিক্ষোভ সমাবেশ সফল করতে চাঁদপুর জেলা বিএনপি গত বুধবার শহরের মুনিরা ভবনে প্রস্তুতি সভা করেছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা চলছে। যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি সভা করছে।