নিজস্ব প্রতিবেদক :
দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে ডাক্তাররা জানিয়েছেন। দিপু চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চাঁদপুর প্রবাহের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার।
সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) গত রোববার ব্রেন স্ট্রোক করেন। এরপর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। গতকাল বুধবার বিকেলে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। রাতে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলে ডাক্তার জানান।
সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমের জ্যেষ্ঠ ছেলে। দিপু চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য।