নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকা থেকে একাদশ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে শহরের গুয়াখোলার প্রধানিয়া বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার সাথী (১৭) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
সাথী আল-আমিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সে গিয়াস উদ্দিন তাঁতি ও সালমা বেগমের মেয়ে। তাদের পরিবারের ২ ছেলে ও এব মেয়ের মধ্যে সাথী মেঝো সন্তান।
চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, আমি খবর পেয়ে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যান সাথে ঝুঁলে আছে। পরে ওর পরিবারের উপস্থিতিতে মরদেহ মেঝেতে নামানো হয়।
সাথীর মা সালমা বেগম বলেন, আমি বাসায় ছিলাম না। সাথীর বাবাও বাসায় ছিলো না। সন্ধ্যার পর বাসায় এসে দেখি সাথী সিলিং ফ্যানে ঝুলে আছে। সাথী কিছুদিন আগেও ঢাকায় তার মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কেন এমনটা করলো আমরা বুজতে পারছি না।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আমরা সব রকমের তথ্য ও লাশের আলামত সংগ্রহ করছি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।