গাজী মোঃ মহসিন
চাঁদপুর শহরের ঢাকা কনফেকশনারি ও ঢাকা হোটেলে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৬ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকায় ঢাকা কনফেকশনারি ও কালিবাড়ি এলাকায় ঢাকা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এই অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, অভিযানকালে ১৫টির অধিক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুঁশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।