চাঁদপুর শহরে রেকর্ড বৃষ্টিপাতে পানির নিচে পাড়া-মহল্লা

শরীফুল ইসলাম :
চাঁদপুরে ১৫ ঘন্টায় ১৬১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে ভারী বৃষ্টিতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসাবাড়ির সামনে জমে রয়েছে পানি। এতে করে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে জনসাধারণকে।

শহরে পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা না থাকায় প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লার অলিগলিগুলো ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকে পানির নিচে। এতে করে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টির জমে থাকা পানি মাড়িয়েই গন্তব্যে যেতে হয়েছে সবার।

বিষ্ণুদী মাদ্রাসা রোডের বাসিন্দা সিয়াম বলেন, সামান্য বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে থাকে। তাতে ড্রেনের ময়লা পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। বিকেল গড়িয়ে রাত হলেও এলাকার পানি নামেনা।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, শনিবার (১৮ সেপ্টম্বর) রাত ১২ টা থেকে রোববার দুপুর ৩ টা পর্যন্ত ১৬১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ দিন চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। থেমে থেমে আরও দু’একদিন বৃষ্টিপাত হতে পারে বলেন জানান এই আবহাওয়াবিদ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)