চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ৮জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৮জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ২জনের করোনা পজেটিভ ও বাকীরা উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার দুপুরে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্তকৃতদের মধ্যে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকার কুলসুমা (৫৫) ও একই উপজেলার রামপুর ইউনিয়নের মনিহার এলাকার সাজেদা বেগম (৭০)।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন- ফরিদগঞ্জের মূলপাড়া এলাকার রেজিয়া বেগম (৯০), ফরিদগঞ্জ উপজেলার রূপসার গাব্দেরগাও এলাকার লোকমান হোসেন (৬২), পশ্চিম রূপসার দেলোয়ার হোসেন (৪৫), কচুয়া উপজেলার সাহিদাপুর এলাকার খালেদা (৪৫), সদর উপজেলার পুরাণবাজারের পূর্ব শ্রীরামদী এলাকার মর্জিনা বেগম (৩৫), হাজীগঞ্জের ধড্ডা এলাকার জাহানারা বেগম (৫৬)।

শেয়ার করুন

মন্তব্য করুন