নিজস্ব প্রতিবেদক :
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মায়া চৌধুরীর ছেলে রাশেদুল হোসেন চৌধুরী রনি।
সোমবার সন্ধ্যায় ছেংগারচর পৌরসভায় জোড়খাল স্কুলে এক নির্বাচনী সমাবেশে এ অভিযোগ করেন তিনি। এ জন্য তিনি আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের ৭ জানুয়ারী পর্যন্ত সজাগ থাকতে বলেন এবং ওয়ার্ডে, ইউনিয়নে পাহারা বসাতে বলেন।
রনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সবার আগে মতলব থেকে সন্ত্রাস এবং মাদক বন্ধ করা হবে। বলেন, আমার বাবা নির্বাচিত হলে শেষ জীবনে তিনি মতলবের এমন উন্নয়ন করবেন যা ২০০ বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। এ জন্য তিনি সবার কাছে নৌকা মার্কায় ভোট চান।
এর আগে সকালে মতলব দক্ষিণ নারায়ণপুর পৌরসভায় নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচ কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।