চাঁদপুর কচুয়ায় ৭ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(১৪ ডিসেম্বর) মধ্যরাতে কচুয়া থানার এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সাহারপাড় লতিফ মেম্বারের বসত ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারিকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার সাহার পাড় গ্রামের আ: লতিফের ছেলে কামাল হোসেন, আ: কাদেরের ছেলে কবির হোসেন, পাড়াগাঁও গ্রামের আ: রবের ছেলে শহীদ উল্লাহ, মৃত: আ: বারেকের ছেলে জাকির হোসেন, মৃত: আ:আজিজের ছেলে জাকির হোসেন, বড় তুলাগাঁও গ্রামের আ: মতিনের ছেলে শিহাব ও পালগিরি গ্রামের সুলতান আহমেদের ছেলে মো: ইউসুফ।
এ সময় পুলিশ জুয়া খেলার নগদ ১০হাজার ৩শত ৮০টাকা ও ১৪৮টি তাস জব্দ করে। রোববার জুয়া আইনে মামলা দিয়ে ৭ জুয়ারিকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।