নিজস্ব প্রতিনিধি :
অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলণের দায়ে চাঁদপুরের হাজীগঞ্জে এক ড্রেজার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার জব্দ করা হয়েছে একই সাথে ড্রেজারের পাইপ কেটে নষ্ট করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার এ বালু ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভাধীন কংগ্রাইস-বদরপুর মাঠে মকিমাবাদ গ্রামের হারুনুর রশিদের ছেলে খন্দকার আরিফ অবৈধভাবে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের দায়ে এ জরিমানা করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, হাজীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমিতে কোন ড্রেজার চলবে না। যদি কেউ অবৈধভাবে এসব ড্রেজার পরিচালনা করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজী, হাজীগঞ্জ থানার এসআই জয়নাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিইও ফয়সাল উপস্থিত ছিলেন।