ড. জিয়া রহমানের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জিয়া রহমানের বিরুদ্ধে চাঁদপুরের আমলী আদালতে (শাহরাস্তি) মামলা হয়েছে। রোববার (১ নভেম্বর) খন্দকার মোঃ শামসুল আলম নামের এক মানবাধিকার কর্মী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৮ এর ১/২ ধারায় মামলাটি দায়ের করেন।

আইনজীবী অ্যাড. মহসিন খান জানান, আদালত মামলাটি গ্রহণ করেছে। দুপুরের দিকে আদেশ হতে পারে।

তিনি আরো জানান, গত ২০ অক্টোবর ডিবিসি চ্যানেলের একটি টকশোতে মুসলিম রীতি অনুযায়ী সাক্ষাতের শুরুতে শুদ্ধভাবে সালাম দেওয়া এবং সাক্ষাৎ শেষে আল্লাহ হাফেজ বলাকে জঙ্গীবাদের সাথে তুলনা করে ধর্মের অপব্যাখা দিয়েছেন। এই মন্তব্য সরাসরি ও সুস্পষ্টভাবে ধর্মীয় বিদ্বেষমূলক। এতে সংক্ষুব্ধ হয়ে বাদী মামলাটি দায়ের করেছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)