নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব পৌরসভার কলাদি এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণির ছাত্র নিরব (১২) নিহত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার দেওনজী বাড়িতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নিরবের বাবা গৌতম চন্দ্র দে ওই এলাকার দেওয়ানজী বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে নিরব তার পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ীর অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে যায়। সেই বাড়ির দেয়াল ভেঙে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, টিনশেড বাড়িটি এলাকার প্রয়াত আশু মাস্টারের স্ত্রী ধীরে ধীরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। নিরব মাঝে মধ্যেই এই নির্মাণাধীন বাড়ির দেয়ালে হাঁটাহাঁটি করত। এই নিয়ে স্থানীয়রা তাকে বেশ কয়েকবার সতর্ক করে। ঘটনার দিন সর্বপ্রথম দেওয়ানজী বাড়ির কল্পনা নামের এক মহিলা নিরবকে দেয়াল চাপা পড়ে থাকা অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়রা নিরবকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম।