চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে সদস্য মো.মশিউর রহমান মিটুর উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাছিনার ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দারিদ্র বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরীব অসহায় নারীদের মাঝে বিনা মূল্যে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোববার(১৫ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্টাকটর, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি প্রফেসর এম তবিবুল্লাহ, ইউপি সদস্য কিশোর আহাম্মেদ, সমাজ সেবক মোস্তফা কামাল মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, আ’লীগ নেতা ফারুক পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও তরুন সমাজ সেবক আকবর হোসেন মনির, ছাত্রলীগ নেতা রাব্বী প্রমূখ।