ফরিদগঞ্জে হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়া হালিমা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হামলার ঘটনাটি গত ১০ আগস্ট ঘটলেও আহত ওই বৃদ্ধা চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করে।
সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করেছে। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম দুঃখিয়া গ্রামে ঘটে। এ ব্যাপারে নিহতের ছেলে জোবেদ উল্ল্যা মাস্টার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, পশ্চিম চরদুঃখিয়া গ্র্রামের জবেদ উল্ল্যা মাস্টারদের সাথে একই বাড়ির নুরুল ইসলাম লিটনগংদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র গত ১৮ জুলাই শনিবার তাদের উপর হামলার ঘটনা ঘটে।

এ সময় জোবেদ উল্ল্যা (৫২), তার মা হালিমা খাতুন (৭৫)সহ ওই পরিবারের ৭জন আহত হয়। তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১০ আগস্ট বাড়িতে আসলে দুপুরে খাওয়ার সময়ে পুনরায় তাদের উপর হামলা করে প্রতিপক্ষ।

এই হামলায় জোবেদ উল্ল্যা (৫২), মা হালিমা খাতুন (৭৫), আমিন উল্লাহ (৫৫), সাহিদা বেগম (৩০), মনজুর হোসেন (২৫), শারমিন আক্তার (২৫), নাজমিন আক্তার (১৬), আলিমেরনেছা (৬০) আহত হয়।

আহত থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে হালিমা খাতুন মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ বিকালে পোস্ট মর্টেমের জন্য লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে জোবেদ উল্ল্যা মাস্টার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। জোবেদ উল্ল্যা জানান, প্রথমবারের হামলার ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করি। সেই মামলা দায়েরের পর তারা আবারো ক্ষিপ্ত হয়ে হামলার পর আমার মা হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন