নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমের পক্ষে নির্বাচনী প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন তার ছোট ছেলে রাশেদুল হোসেন চৌধুরী রনি। প্রতিদিন বিভিন্ন এলাকায় বাবার পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি। করছেন ব্যাপক গণসংযোগ। রাশেদুল হোসেন চৌধুরী রনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য।
শুক্রবার ষাটনল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় তার ছোট ছেলে রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, আমার বাবা মতলববাসীর জন্য তার জীবন উৎসর্গ করেছেন। যদি আগামীতে আমার বাবা নির্বাচিত হন তাহলে মতলব উত্তর-দক্ষিণের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
এদিকে রাশেদুল হোসেন চৌধুরী রনি প্রতিদিনই তার বাবার সঙ্গে অথবা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় অংশগ্রহণ করছেন এবং নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।