‘বিশ্বাসই হয়না আমার সুন্দর একটা পাকা ঘর আছে’

শরীফুল ইসলাম :
‘আমার বিশ্বাসই হয়না এত সুন্দর একটা পাকা ঘর আছে। নদীতে ঘর ভাঙার কারনে অনেক দিন ধইরা অন্যের ঘরে থাকছি। ভাঙা ঘরে তুফান বৃষ্টির পানি গায়ে পড়ছে। পোলা মাইয়া লইয়া খুব কষ্টে ছিলাম। প্রধানমন্ত্রীর দয়ায় আজকে নিজের সুন্দর একটা ঘর হইছে।’ কথাগুলো বলছিলেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের খুকি বেগম।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুরের ৬টি উপজেলায় ১০৯টি পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানে কথা হয় খুকি বেগমের সাথে।

খুকি বেগম বলেন, আমার স্বামী সামছল ঢালী একজন জেলে। আমাদের চার ছেলে ও এক মেয়ে। তারা সবাই ভিন্ন থাকে। আমার স্বামীর রোজগারে সংসার চলে। জীবনে ঘর বানানোর সাধ্য ছিলনা। সব সময় স্বপ্ন দেখতাম যদি নিজের একটা ঘর থাকতো। আর সেই স্বপ্ন পূরণ করছে প্রধামন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ যেন প্রধানমন্ত্রীরে ভালো রাখে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)