ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলরের চাঁদপুর সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর জন ওয়ারবার্টনের চাঁদপুর সফর বাতিল করা হয়েছে। তার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের দুই দিনের সফরে চাঁদপুর আসার কথা ছিল। বিদেশী দাতা সংস্থা কর্তৃক চাঁদপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও পৌর মেয়রের সাথে বৈঠক করার কথা ছিল তাদের।

চাঁদপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ মেহেদী হাসান মানিক গত ২৭ জুন স্বাক্ষরিত এক সফরসূচিতে জানানো হয়েছিল, ২৮ ও ২৯ জুন চাঁদপুর সফর করবেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলরের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট দল। ইউএনডিপি, এনইউপিআরপি-এর বিভিন্ন প্রকল্পের বিষয়ে সরেজমিন পরিদর্শন করার কথা ছিলেন তাদের। চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সাথে সভাসহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠকের কথা ছিল তাদের।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মূলত করোনা পরিস্থিতির কারণে ঘোষিত লকডাউনের কারণে এই সফর বাতিল করা হয়েছে। আমাদের সফরসূচি জানানো হয়েছিল। বাতিলের বিষয়টি জানানো হয়নি। আমরা খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)