চাঁদপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘মাতৃপীঠ গভর্নমেন্ট গার্লস্ সাইন্স এসোসিয়েশন’ আয়োজিত সেমি-অনলাইন ইভেন্টের রেজিস্ট্রেশন চলছে।
আগামী ২ এপ্রিল রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হবে। ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিউটন স্টার নামের এই ইভেন্টে ৭টি সেগমেন্ট থাকবে। যার কিছু সেগমেন্ট ব্যতীত অন্যসব সেগমেন্টে সারা দেশের চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
সেগমেন্টগুলোতে বিজয়ীরা পাবেন আকর্ষনীয় পুরস্কার। সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ফটোগ্রাফি (সিনারি, ওয়াইল্ড এবং বুকগ্রাফি), বাড়ি থেকে উদ্ভাবন, বিজ্ঞান ভিত্তিক লেখা, অলিম্পিয়াড, উপস্থাপনা ও দা ব্রেক অফ পাই ডিজিটস। ক্যাটাগরি : প্রাইমারি (৪র্থ-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সিনিয়র (৯ম-১০ম)।
প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণের পূর্বে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যার লিঙ্ক “Matripith Goverment Girl’s Science Association” এর ফেইসবুক পেইজে দেওয়া আছে। এই প্রতিযোগিতার স্পন্সর চাঁদপুর পৌরসভা। পার্টনার হিসেবে রয়েছে দৈনিক চাঁদপুর প্রবাহ, ট্রাস্ট রোভোটিক স্কুল, ইভেন্ট৩৬০ ও বিজ্ঞান প্রিয়। -প্রেস বিজ্ঞপ্তি।