সালাউদ্দিন সোহাগ :
কচুয়া উপজেলার আটোমোর মিয়াজী বাড়ির প্রয়াত আব্দুল মমিন মিয়াজীর বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী যুবক আবুল কালাম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার আবুল কালাম তার কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম মিয়াজী কয়েক মাসে আগে ছুটিতে এসে পুনরায় মালয়েশিয়া পাড়ি জমান। এর কিছুদিন আগে তার বাবা আব্দুল মমিন মিয়াজী মারা যান।
এলাকাবাসী জানায়, আবুুল কালাম মিয়াজী একজন সহজ-সরল মনের মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও সন্তানসহ বহুগুনগাহী রেখে যান।
কচুয়ার সাবেক এমপি মরহুম রফিকুল ইসলাম রনির ছোট ভাই ইসমাইল হোসেন মিয়াজী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম আমার নিজ বাড়ির প্রতিবেশী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা মিয়াজী পরিবার খুবই মর্মাহত। আমি তার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতময় জীবন কামনা করছি। পাশাপাশি তার লাশ দ্রুত দেশের নিজ গ্রামের বাড়িতে এনে দাফন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সরকারের সুদৃষ্টি কামনা করছি।