কবির হোসেন মিজি :
মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানায় চাঁদপুরে মোবাইল কোর্টে ১০ মামলায় ১০জনকে ১৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি, হকার্স মার্কেট, হাকিম প্লাজা এলাকাসহ বিভিন্ন যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
একইসাথে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। এ সময় করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় এবং মাস্ক না পাড়ায় ১০টি মামলায় ১০জনের কাছ থেকে ১৯০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।