মোরশেদ আলম :
চাঁদপুরে মৃত ব্যক্তির পায়ের টুকরো উদ্ধার করেছে পুলশি। আজ শনিবার দুপুরে পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনা নদী থেকে পায়ের টুকরোটি উদ্ধার করছে পুরানবাজার ফাঁরি পুলশি।
জানা যায় এলাকাবাসীর খবর সূত্রে পুরানবাজার পুলশি ফাঁড়ির ইনর্চাজ মোঃ মাসুদ ও এসআই লিটস রনাগোয়াল এলাকার মেঘনা নদীতে ভেসে থাকা মৃত ব্যক্তির পায়রে টুকরা উদ্ধার করে নিয়ে আসেন। অতি সম্প্রতি চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চের নিচে তলিয়ে মারা যাওয়া স্পিডবোট চালকের মৃতদেহও পুরোপুরি পাওয়া যায়নি। লাশের এই অংশবিশেষ তার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, পরিচয়বিহীন মৃত ব্যক্তির পায়ের টুকরা দেখে মনে হয় ২/৩ আগের এটি। সুরতহাল শেষে ডিএনএ টেষ্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।