ফয়েজ আহমেদ :
শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দারুণকরা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন। বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃতঃ আলী হোসেনের পুত্র মোঃ রফিকুল ইসলাম গত কয়েক দিন ধরে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রাত ৯টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দীন জানান, মৃত মোঃ রফিকুল ইসলামের রেপিড এন্টিজেন টেস্টে করোনা পজেটিভ ছিল।