সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের এক শ্রমিকের মৃত্যু

খালেকুজ্জামান শামীম :
সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মোরশেদ আলম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের দাম্মামে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় বাচ্চু মিয়াজী।

মোরশেদ আলম হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দিকছাইল গ্রামের বেপারি বাড়ি (নতুন বাড়ি) বাসিন্দা
সে ২ ছেলে ২ মেয়ের জনক। তার স্ত্রী শিল্পী বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে সে দাম্মামে মোটরসাইকেলে আরোহন করছিল। পিছন থেকে একটি মাইক্রোবাস এসে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে। রাতেই তার সহকর্মীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মোরশেদ ৬ বছর যাবৎ দাম্মামে একটি কোম্পানিতে শ্রমিক ছিলেন। এ বছর বাড়ি আসার কথা ছিল। সে ৪ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার মৃতদেহ দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

শেয়ার করুন