নিজস্ব প্রতিনিধিই
করোনা প্রতিরোধে জনসমাগম রোধে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানের অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিদেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের বিদেশ ফেরত মো. মিজানুর রহমানকে ৫ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ সময় বড়কুল পূর্ব ইউনিয়নের বিভিন্ন স্থানে আড্ডা বন্ধ করতে চায়ের দোকানগুলো বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, করোনা প্রতিরোধে জনস্বার্থে এবং জনসচেতনা সৃষ্টি করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।