১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায় মায়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেছেন, বিএনপি-জামায়াত, শিবির স্বাধীনতাবিরোধী অপশক্তিরা সাধারণ শিক্ষাথীদের জিম্মি করে দেশের গণতন্ত্র, উন্নয়ন, অর্জনকে যারা বাধাগ্রস্ত করতে কোটা সংস্কারের দাবীর নামে নীরিহ ছাত্রদেরকে ব্যবহার করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটাবার জন্য ষড়যন্ত্র করছে। তারা প্রথমে ছিলো এক দফা, তারপর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা দাবি মহামান্য হাইকোর্টের রায়ের অনুযায়ী তাদের দাবি বাস্তবায়ন করেছে। এরপর থেকে ছাত্ররা দাবি তুলেছে ৬ দফা, ৬ দফা থেকে ৯ দফা। সরকার যতই অঅন্তরিক হচ্ছে ততোই তারা দাবি বাড়াচ্ছে। এখন তারা এক দফা। এটা হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ক্ষমতা পরিবর্তন ভোটের মাধ্যমে হতে হয় নির্ধারিত সময় শেষে।

শনিবার (৩ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেন, আজকে পাকিস্তান এম্বাসি থেকে জানায় যে ছাত্রআন্দোলনকারীদের কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তারা করবে, এটা কিশের ইঙ্গিত। স্বাধীনতা বিরোধী চক্র উঠেপড়ে লেগেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর জন্য। সাধারণ শিক্ষাথীদের জিম্মি করে দেশের গণতন্ত্র, উন্নয়ন, অর্জনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করতে গণতন্ত্র, মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলের সম্মিলিত প্রয়াস আহবান করছি।

মায়া চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপ্রচার চালাচ্ছে। দেশবিরোধী একটি মহল পরিস্থিতি জিইয়ে রেখে ফায়দা লুটতে চায়, দেশকে অকার্যকর করতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা সফল হতে দিতে পারি না। আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীকে সকল ভেদাভেদ ভুলে এই সংকটময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা কোমলমতি শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ কামনা করি। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান, তাদের কথা শুনতে চান। তিনি কোনো সংঘাত চান না।

সাবেক মন্ত্রী মায়া চৌধুরী বলেন, আওয়ামী লীগের সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি । তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত ও ব্যর্থ। তারা যে কোনো আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টায় উন্মক্ত থাকে। এখন কোটা আন্দোলনে ভর করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার সরকার ধৈর্য্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। কাজেই সকল নেতা-কর্মীকে ধৈয্যসহকারে সজাগ ও সর্তক থাকার আহবান জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায়। এই দিনটিতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গ মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ তাদের পরিবারবর্গকে নৃশংসভাবে হত্যা করে। আমাদেরকে সজাগ এবং সর্তক থাকতে হবে যেন আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে না পারে।
যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম, ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি। শোকাবহ আগস্টের সেই কালরাতে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যগণ-তাদের সকলকে বিনম্্র শ্রদ্ধায় স্মরণ করি। তাই এ বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ব্যাপক ভাবে পালন করা হবে। প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় শোকমিছিলও পালন করা হবে।

এদিকে গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহত মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের ছোট ছেলে এইচ এম জহিরুল হাওলাদার হিমেল ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ¦ী মনির হোসেন বেপারীর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মতলব উত্তর উপজেলায় ও মতলব দক্ষিণ উপজেলায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক সূবর্ণা চৌধুরী বীণা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ লস্কার, সাংগঠনিক সম্পাদক মোঃ গাজী ইলিয়াসুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ফরাজীকান্দি ইউনপি চেয়ারম্যান রেজাউল করিম, মোহনপু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলাল সরকার, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হোসেন প্রধান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল কবিরাজ, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, যুবলীগ নেতা মাসুম, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান ইসলাম টিটু প্রমুখ।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)