নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করে দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত ১০ মে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিষয়টি অবহিত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ চাঁদপুর প্রবাহকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগ সময়সীমা নির্ধারণ করে দিলেও শেষ পর্যন্ত জেলা আওয়ামী লীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন হয়নি।