২৩ ডিসেম্বর হাজীগঞ্জ শাহরাস্তি ও হাইমচরের ২৩ ইউনিয়নে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়। এই দফায় চাঁদপুরের ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাজীগঞ্জের ১১টি, শাহরাস্তির ১০টি ও হাইমচরের ২টি ইউনিয়ন রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে : হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম।

শাহরাস্তির সূচিপাড়া উত্তর, সূচিপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব, চিতোষী পশ্চিম, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, টামটা উত্তর, টামটা দক্ষিণ।

হাইমচরের আলগী দুর্গাপুর দক্ষিণ ও হাইমচর ইউনিয়ন পরিষদ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)