নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এর আগে ২ অক্টোবর জেলা শহরে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। তৃণমূল প্রতিনিধি সভায় বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। চাঁদপুর স্টেডিয়ামে এসব সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম উল্লেখিত বর্ধিত সভা ও তৃণমূল প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আল হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান বক্তা দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, অ্যাড. নজিবুল্লাহ হিরু, ড. সেলিম মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান এমপি, নুরুল আমিন রুহুল আমিন এমপি, দলের জাতীয় পরিষদ সদস্য ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া।
এসব সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।