আজ জেলায় ৬ দিনব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু : টিকা পাবেন যারা….

নিজস্ব প্রতিবেদক :
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ৬ দিন সারা জেলায় করোনার গণটিকাদান কর্মসূচি চলবে। আজ এই কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগের যেসব কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল সেসব কেন্দ্রের এখন প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। নতুন করে কাউকে প্রথম ডোজ দেওয়া হবে না।

এ উপলক্ষে গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস কোভিড-১৯ গণটিকা কার্যক্রম পরিচালনার বিষয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট সকলকে এ সংক্রান্ত দিকনর্দেশনা প্রদান করেন।

এ সময় চাঁদপুর প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয় হতে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এছাড়া আরো সংযুক্ত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দিন সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

শেয়ার করুন

মন্তব্য করুন