ইলিশ শিকারে যেয়ে জেলে নিখোঁজ : ২ দিন পর উদ্ধার হলো মৃতদেহ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ শিকারে যেয়ে নিখোঁজ হওয়া এক জেলের মৃতদেহ ২ দিন পর উদ্ধার হয়েছে। হতভাগ্য ওই জেলের নাম সুলতান (৪০)। গত সোমবার (১৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে পুরানবাজার হরিসভা এলাকা দিয়ে মাছ ধরার সময় দু’টি জেলে নৌকার মুখোমুখী সংঘর্ষ হলে ওই জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়।

বুধবার সন্ধ্যায় নিখোঁজ জেলের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ বাড়িতে পৌঁছলে পরিবারের কান্নায় এক হৃদয়বিধায়ক পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম শ্রীরামদী হরিসভা ও মধ্যশ্রীরামদী মহল্লায় মানুষের মুখে মুখে আলোচনা ইলিশ ধরতে গিয়ে নদীতে একজন ছেলেকে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ওই জেলের বাড়ি শহরের পুরানবাজার মধ্য শ্রীরামদী সরকারি পুকুরপাড় এলাকার কালুর বাড়ির ভাড়াটিয়া। জনৈক সাজুর নৌকার জেলে ছিল সে। তার তিনটি নাবালক সন্তান রয়েছে। অনেকে যখন রাতের অন্ধকারে চুরি করে ইলিশ শিকার করছে তখন প্রতিবেশীদের সাথে সেও মাছ ধরার জন্য নদীতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)