কচুয়ায় ৬ বছরের শিশু করোনায় আক্রান্ত

সুজন পোদ্দার :
কচুয়ায় বেড়েই চলছে করোনার প্রকোপ। তবুও থেমে মানুষের অবাধে চলাফেরা, এভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে সচেতন মহল। দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনই তালিকায় কচুয়ায় আসছে করোনা পজেটিভ রিপোর্ট।

এতে করে আতংক দেখা দিয়েছে কচুয়া উপজেলার সর্বত্র। কচুয়ায় শুক্রবার ছয় বছরের আরো একজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এই প্রথম কচুয়াতে ছয় বছরের শিশুর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের পলাশপুরের ফরিদা মঞ্জিলে বাবা-মায়ের সাথে বসবাস করেন।

শনিবার নতুন একজনসহ উপজেলায় মোট ৩৪জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ্ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন শুক্রবার শিশুটির বাবা-মা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (৪০) ও (৩৫) করোনায় আক্রান্ত হন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)