কঠোর লকডাউনে ফাঁকা ব্যস্ততম চাঁদপুর শহর

শরীফুল ইসলাম :
সরকার ঘোষিত কঠোর লকডাউনে ফাঁকা হয়ে গেছে চাঁদপুর শহর। রাস্তায় যানবাহন বলতে শুধুই রিক্সা। অটোবাইক, সিএনজিরও দেখা নেই। যাত্রীও অনেক কম। কিছু পথচারী ও উৎসুক জনতার দেখা মিলছে ফুটপাতে। সব মিলিয়ে ব্যস্ততম চাঁদপুর শহর এক অনেকটাই ফাঁকা। শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি এলাকায় নেই নিত্যদিনের যানজট।

কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া রয়েছে পুলিশের টহল টিম। বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও টহলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ মাঠে থেকে লকডাউন বাস্তবায়নে কাজ করছেন।

জরুরী সেবা ছাড়া চাঁদপুর শহরের অন্যান্য দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। লঞ্চ, ট্রেন ও বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিন পর কঠোর লকডাউন দেখছে শহরবাসী।

শেয়ার করুন

মন্তব্য করুন