করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সিএনজিচালকের রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামের সিএনজিচালক রশিদ হাওলাদারের (৩০) মৃত্যু পরবর্তী করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও করোনায় আক্রান্ত ছিলেন না। করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষার পর সোমবার সকালে উল্লেখিত রিপোর্ট আসে। অবশ্য সতর্কতার অংশ হিসেবে তাকে বিশেষ ব্যবস্থাপনায় দাফন করা হয়েছিল।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বলেন, বৃহস্পতিবার ওই যুবক মারা যায়। শুনেছি তিনি করোনার উপসর্গে ভুগছিলেন। সন্দেহভাজন হিসেবে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। সোমবার সকালে রিপোর্ট এসেছে নেগেটিভ।

এর ফলে চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেবে চাঁদপুরে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১জন। তিনি সদর উপজেলার কামরাঙ্গায় শ্বশুর বাড়িতে মারা যান। এছাড়া মতলব উত্তরের একজন নারায়ণগঞ্জে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন। চাঁদপুরে তার নমুনা সংগ্রহ না করায় জেলার হিসেবে তার তথ্য নেই।

শেয়ার করুন

মন্তব্য করুন