চাঁদপুরের কচুয়ার পালগিরি ও রহিমানগর বাজার লকডাউন

ছবি পরিচিতি : লকডাউন ঘোষণা দেওয়ার পর রহিমানগর বাজার জনশূন্য হয়ে পড়েছে।

সুজন পোদ্দার :
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার করোনার আতঙ্কিত এলাকা গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রাম ও রহিমানগর বাজার লকডাউন করেছেন উপজেলা প্রশাসন।

জানা যায়, গোহট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পালগিরি গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক সরকার, তার বাবা মোঃ মজিবুর রহমান বাচ্চু মিয়া, তার মাতা ফজিলতেন্নেছা ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ইউপি চেয়ারম্যানের মৃত্যুর একদিন পর ১০ জুন তার স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের করোনা শনাক্ত হয়। এছাড়া ওই ওয়ার্ডের মেম্বার গত ১২ মে করোনায় আক্রান্ত হন।

করোনা কবলিত এলাকা বিবেচনা করে উপজেলা প্রশাসন ১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৭ দিনের জন্য রহিমানগর বাজার ও ১৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৪ দিনের জন্য পালগিরি গ্রাম লকডাউন করেন।

একই সাথে রহিমানগর বাজার ও পালগিরি গ্রামে প্রবেশ করার সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাজার কমিটির পরামর্শ শুধুমাত্র জরুরী সেবা ও ঔষুধের দোকান সমূহ খোলা রাখার সিদ্বান্ত দিয়েছে প্রশাসন।

শেয়ার করুন

মন্তব্য করুন