চাঁদপুরের করোনা পরিস্থতি : নতুন আক্রান্ত ১৩, সুস্থ ১৫

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ১৩জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৭জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ২জন ও শাহরাস্তির ৩জন।

একই দিনে জেলায় ১৫জন করোনা থেকে মুক্ত তথা সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, মতলব দক্ষিণের ৩জন ও ফরিদগঞ্জের ৭জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) ৬২টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৩টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৩১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭২৩জন, ফরিদগঞ্জে ২১০জন, মতলব দক্ষিণে ১৯৯জন, শাহরাস্তিতে ১৭৮জন, হাজীগঞ্জে ১৭৬জন, মতলব উত্তরে ১৪১জন, হাইমচরে ১২৭জন ও কচুয়ায় ৭৭জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শুক্রবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৭৩৪টি। রিপোর্ট এসেছে ৬৬৭১টি। রিপোর্ট অপেক্ষমান ৬৩টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৩১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১৩০জন। চিকিৎসাধীন আছেন ৬২৬জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬১০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৯৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৫৮৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৭৯৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭৯০জন।

শেয়ার করুন

মন্তব্য করুন