চাঁদপুরের নদীতে অভিযানে ১০ জেলে আটক : বিপুল জাল ও নৌকা জব্দ

শরীফুল ইসলাম :
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ৪টি নৌকা জব্দ করেছে। আটক করা হয়েছে ১০জন জেলেকে। শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারাই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা মেঘনার নৌ-সীমানায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাছ শিকাররত অবস্থায় ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০জন জেলেকে আটক করা হয়। এছাড়া ৪টি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নৌ সীমানায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিয়ন সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)