চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ধারাবাহিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চাঁদপুর প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন এখন প্রায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বিভিন্ন এলাকায়।

সর্বশেষ ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লাড়ুয়া এলাকার পুটিয়া গ্রামের গাজী বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপরে এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানা পুলিশ। তবে অভিযান কালে ড্রেজিং কাজে জড়িতদের কাউকেই পায়নি নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রশাসন জানিয়েছে, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীরারা জানায়, গত প্রায় ২০ দিন ধরে উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব লাড়ুয়া গ্রামের গাজী বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে অবৈধ খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে আসছেন কিছু প্রভাবশালী।

শেয়ার করুন

মন্তব্য করুন