চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে ভ্রমণপিপাসুদের ভিড়

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের প্রধান বিনোদন কেন্দ্র বড়স্টেশন মোলহেডে ঈদের পর গত দু’দিনে ভ্রমণপিপাসুদের ভিড় লেগেছে। তবে তা বিগত বছরগুলোর তুলনায় কম।

যতই বেলা বাড়ে ভ্রমণপিপাসুদের সংখ্যা ততই বাড়ছে। বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও শহরের পর্যটন কেন্দ্র ঈদ উপলক্ষে মানুষের পদাচরণায় মুখরিত।

চাঁদপুরে এটি একমাত্র বিনোদন কেন্দ্র হওয়ায় শহরের বন্দি মানুষগুলো প্রতিবছর ঈদ কিংবা কোন উৎসব আসলেই বিনোদনের জন্য আসে বড়স্টেশন মোলহেডে।

হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের পদাচরণায় ঈদের দিন থেকে বেশ কয়েক দিন মুখরিত হয়ে উঠে এই বিনোদন কেন্দ্রটি। তিন নদীর মোহনা আর মোলহেডের গাছের ছায়াতলে নয়নাভিরাম পরিবেশ প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলে।

রাতের বেলায় মোলহেডের রূপ পরিবর্তন হয়ে অপরূপ দৃশ্য অবলোকন হয়। চাঁদের আলো আর পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর পানির মধ্যে একটি মিতালী সৃষ্টি হয়। যার ফলে মোলহেডের দিনে আসা পর্যটক ও রাতের পর্যটক ভিন্নরূপ উপভোগ করে।

তবে করোনার কারণে ওই পর্যটন স্পটটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তীতে সেখানে জোরালো লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না। এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)