চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় নৌকাডুবি : জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় জেলে নিখোঁজ হয়েছে। বুধবার রাত ৩টার দিকে সাহেবগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে হাইমচর ইউনিয়নের আদর্শ গ্রামের ফজল মাঝির ছেলে জামাল (৩৫)।

জানা যায়, ৭জন জেলে এক নৌকায় করে মাছ শিকারের উদ্দেশ্যে মেঘনা নদীতে গেলে মাছ ধরা অবস্থায় রাত ৩টায় একটি জাহাজ তাদের নৌকার উপরে উঠিয়ে দেয়। জাহাজের ধাক্কায় নৌকায় থাকা ৭জন জেলেই নদীতে পড়ে যায়। পাশের আরেকটি জেলে নৌকা তাৎক্ষণিক ৬জনকে উদ্ধার করতে পারলেও জামাল নামের একজনকে উদ্ধার করতে পারেনি। এ সংবাদ লেখা পর্যন্ত সে নিখোঁজ রয়েছে।

স্থানীয় সমাজসেবক আব্দুল হক মোল্লাহ ঘটনার উদ্বৃতি দিয়ে জানান, গতকাল রাতে মাছ ধরা অবস্থায় একটি জাহাজ জেলেদের নৌকার উপর দিয়ে উঠিয়ে দেয়। তাৎক্ষণিক সকল জেলে নদীতে পড়ে যায়। ৬ জেলেকে উদ্ধার করে আরেকটি জেলে নৌকা।

বর্তমানে জামাল নামের একজন নিখোঁজ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)