চাঁদপুরে আরো ১৫জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ১৯২৫

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে রোববার আরো ১৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, হাইমচরের ১জন, মতলব উত্তরের ৫জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ১জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ২৮জনকে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯২৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, রোববার (৯ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ১১৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৫টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ১০১টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯২৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৫৭জন, ফরিদগঞ্জে ২১৭জন, মতলব দক্ষিণে ২০৪জন, শাহরাস্তিতে ১৯৬জন, হাজীগঞ্জে ১৮৬জন, মতলব উত্তরে ১৫৭জন, হাইমচরে ১২৯জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, রোববার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭৩০৭টি। রিপোর্ট এসেছে ৭২৪৭টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯২৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩৪৫জন। চিকিৎসাধীন আছেন ৫০৫জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৮২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৪৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৬জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৯৬১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৬৫৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩০৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)