চাঁদপুরে আরো ৩জনের করোনা পজেটিভ : মোট আক্রান্ত ২৫৮

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৩জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই মতলব ‌দক্ষিণ উপজেলার। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৮জন। আর মৃতের সংখ্যা ২০জন অপরিবর্তিত রয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার সকালে ৫৪টি রিপোার্ট আসে। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ। বাকী ৫১টি নেগেটিভ। সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯জন, ফরিদগঞ্জে ৪১জন, হাজীগঞ্জে ১৯জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব দক্ষিণে ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ৫জন।

এছাড়া জেলায় মোট ২০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৩জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, শুক্রবার চাঁদপুর থেকে আরো ৪১টি নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২১৮৬টি। রিপোর্ট এসেছে ১৯৪৩টি। রিপোর্ট অপেক্ষমান ২৪৩টি।

তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২৫৮জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৫জন। চিকিৎসাধীন আছেন ১৭১জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১১৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৩জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)